Arijit Singh

কলকাতার পর অরিজিৎ এ বার শিলিগুড়িতে, কবে অনুষ্ঠান, টিকিটের মূল্যই বা কত?

কলকাতায় অনুষ্ঠানের কয়েক দিনের মধ্যেই আবার রাজ্যে পারফর্ম করতে আসছেন অরিজিৎ সিংহ। এ বার শিল্পীর গন্তব্য উত্তরবঙ্গ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৭
Picture of arijit singh

কলকাতার পর শিলিগুড়িতে অরিজিতের শো। ছবি: সংগৃহীত।

কলকাতায় অরিজিৎ সিংহের মেগা শো-এর ঘোর এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি শহরবাসী। এখনও সমাজমাধ্যমের পাতায় ইকো পার্কে অরিজিতের কনসার্টের টুকরো ভিডিয়ো ভাসছে। অনুরাগীদের জন্য খুশির খবর, ফের রাজ্যে শো করতে আসছেন শিল্পী। এ বার তাঁর গন্তব্য উত্তরবঙ্গ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই কনসার্ট। তবে বদলেছে শো এর তারিখ। প্রথমে ১ লা এপ্রিল দিনটিকে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পরে তা একদিন পিছিয়ে ২ এপ্রিল করা হয়েছে।

Advertisement

উত্তরবঙ্গে এই প্রথম বার শো করতে চলেছেন অরিজিৎ। কলকাতায় শিল্পীর কনসার্টের টিকিটের সর্বোচ্চ মূল্য ছুঁয়েছিল প্রায় ৮০ হাজার টাকা। এবার শিলিগুড়ির অনুষ্ঠানে টিকিটের মূল্য কত রেখেছেন উদ্যোক্তারা? উত্তর পেতে আনন্দবাজার অনলাইনের তরফে এই শো-এর উদ্যোক্তা তোচন ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘‘শিলিগুড়ির এই শো-তে কালিংম্পং থেকে দার্জিলিং, এমনকি সিকিম— সব জায়গা থেকে দর্শক আসবেন। ইতিমধ্যেই শ্রোতাদের তরফে খুব ভাল সাড়া পাচ্ছি। এই প্রথম উত্তরবঙ্গে অরিজিৎ শো করছেন। তাই আমার মনে হয়, কলকাতার থেকেও শিলিগুড়িতে শ্রোতাদের মধ্যে বেশি উৎসাহ থাকবে।’’

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় ২০ হাজার। তুলনায় ইকো পার্ক আরও বড়। কিন্তু সেখানেও অব্যবস্থার কথা স্বয়ং অরিজিৎ স্বীকার করে নিয়েছেন। ফেসবুকে শহরবাসীর কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন শিল্পী। শিলিগুড়িতেও কি সেরকম কিছুর আশঙ্কা থাকছে? উদ্যোক্তার কথায়, ‘‘আশা করছি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না। ব্যবস্থাপনার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।’’ কিন্তু টিকিটের মূল্য সেখানেও কি কলকাতার মতোই আকাশছোঁয়া থাকছে? তোচন বললেন, ‘‘এখানে টিকিটের দাম শুরু হচ্ছে ১,৫০০ হাজার টাকা থেকে। সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ৪৯,০০০ হাজার টাকা।’’

Advertisement
আরও পড়ুন