Celebrity controversy

মাদক মামলা থেকে বেকসুর খালাস, দুই যুগ পরে দেশে মমতা কুলকার্নি, কী বললেন?

২৪ বছর পার, কতটা বদলেছে নিজের দেশ? আবারও কি অভিনয়েই ফিরবেন মমতা? বলিউড কতটা গ্রহণ করবে তাঁকে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:৩৭
২৪ বছর পরে দেশে মমতা কুলকার্নি।

২৪ বছর পরে দেশে মমতা কুলকার্নি। ছবি: ফেসবুক।

২৪ বছর নিজের দেশ থেকে দূরে। মাথার উপর মাদক মামলার অভিযোগ। প্রতিটি মুহূর্ত কী ভাবে কাটিয়েছেন তিনিই জানেন। বুধবার সেই মমতা কুলকার্নি মাথা উঁচু করে ফিরলেন ভারতে। দেশের মাটিতে পা রেখেই আবেগে ভেসেছেন নব্বই দশকের সাড়া জাগানো নায়িকা। সলমন খান, শাহরুখ খান, আমির খান— তিন খানের সঙ্গেই অভিনয় করেছেন। আবেদনময়ী অভিনেত্রীর প্রতিটি ছবি সফল।

Advertisement

একের পর এক সফল ছবির নায়িকা হয়েও ২০০০ সালে দেশকে বিদায় জানান মমতা। ২০১৬ সালে ২০০০ কোটি টাকার মাদক মামলায় অভিযুক্ত হন তিনি। বিদেশযাপনের ১৬ বছর পরে ঠাণে পুলিশ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ফি দিনের টানাপড়েনে মমতার জীবন যেন নরক! সদ্য সেই মামলার রায় দিল বম্বে হাইকোর্ট। বেকসুর খালাস অভিনেত্রী। দেশে ফিরে সবার আগে ভিডিয়োবার্তায় বলিউডকে সম্বোধন করেছেন ‘আমচি মুম্বই’ বলে। দেশে ফেরার আনন্দে চোখে জল। মুখে যুদ্ধজয়ের হাসি। মমতা বলেছেন, “২৪ বছর পরে দেশে ফিরলাম। বিমান থেকে নামার আগে আকাশ থেকে নিজের দেশকে দেখছিলাম। সেই আনন্দ বলে বোঝানোর নয়।”

২৪ বছরে অনেকটা বদলেছে নিজের দেশ, দেশবাসীও। সে সব সামলে উঠতে পারবেন মমতা? আবার কি অভিনয়েই ফিরবেন তিনি? বলিউড কতটা গ্রহণ করবে তাঁকে? জানার জন্য মমতার পরের ভিডিয়োবার্তার জন্য অপেক্ষা করতে হবে।

Advertisement
আরও পড়ুন