Roosha Chatterjee

দেখতে দেখতে বিয়ের এক বছর পার, বিবাহবার্ষিকীতে স্বামীর জন্য কী লিখলেন রুশা?

এক বছর আগে জানিয়েছিলেন, অভিনয় জীবনে আর ফিরবেন না তিনি। আমেরিকায় এক বছর হল সংসার করছেন রুশা চট্টোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৪:৪১
Actress Roosha Chatterjee celebrates her first marriage anniversary

রুশা চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

২০২৩ সালের ১৯ জানুয়ারি। এ দিন চট্টোপাধ্যায় বাড়ি সেজেছিল ফুল আর আলোর সাজে। বাড়ির মেয়ের বিয়ে উপলক্ষে চার দিন ধরে বাড়িতে চলেছিল উদ্‌যাপন। সব মজা সব আনন্দের এক বছর পার। শুক্রবার অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়ের বিয়ের এক বছরের পূর্তি। বিশেষ দিনে তাঁকে সমাজমাধ্যমের পাতায় অনেকেই ভরিয়েছেন শুভেচ্ছায়। বিয়ের আগে আনন্দবাজার অনলাইনকে রুশা জানিয়েছিলেন, তিনি শুধুই সংসারে মন দিতে চান। বিবাহবার্ষিকীর দিন নতুন ছবি পোস্ট করলেন অভিনেত্রী। স্বামী অনুরণ রায়চৌধুরীকে ভালবাসায় ভরিয়েছেন নায়িকা।

Advertisement

বিয়ের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “শুভ বিবাহবার্ষিকী, আমার কুংফু পান্ডা। তোমায় খুব ভালবাসি বর।” সেই সঙ্গে বেশ কিছু হৃদয়চিহ্ন যোগ করেছেন তিনি। রুশার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর অনেকেই বহু রকম মন্তব্য করেছিলেন। অনেকেই অভিনেত্রীর স্বামীর বাহ্যিক সৌন্দর্য নিয়ে কটাক্ষ করেছিলেন। শুধু তা-ই নয়, উচ্চতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে কারও কথাতেই গুরুত্ব দেননি অভিনেত্রী। কারও কথায় কোনও উত্তরও দেননি তিনি। আপাতত আমেরিকায় গুছিয়ে সংসার করছেন রুশা।

১৩ বছরের অভিনয়ের জীবনকে বিদায় জানিয়ে মন দিয়েছেন ঘরকন্নায়। বিয়ের সময় আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, “এই ইন্ডাস্ট্রিতে আমার ১৩ বছর হয়ে গেল। সব গুটিয়ে এ বার বিদেশ যাওয়ার পালা। নতুন দেশে গিয়ে নতুন ভাবে জীবনটাকে শুরু করতে চাই। এখনও কিছুই তেমন ভাবিনি, কী করব।” গত এক বছরে অভিনেত্রীর বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। ভিন্‌দেশে নতুন সংসারে যে নিজেকে গুছিয়ে নিয়েছেন তিনি, সেই ছবিগুলি তারই প্রমাণ।

Advertisement
আরও পড়ুন