Serial

Shooting: শট দেওয়ার পরেই মুখে মাস্ক, টেলিপাড়ায় দূরত্ব বজায় রেখে চলছে কাজ

সেটে প্রবেশের আগে প্রত্যেকের তাপমাত্রা মেপে নেওয়া হচ্ছে। সব ধরনের সাবধানতা মেনে, সেট স্যানিটাইজ করে চলছে ধারাবাহিকের কাজ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৯:৫৯
Advertisement

করোনাকালে ইচ্ছে মতো বাইরে বেরনোর উপায় নেই। প্রেক্ষাগৃহে আসন সংখ্যা কমিয়ে দেওয়ায় মুক্তি পিছিয়ে গিয়েছে বেশ কিছু ছবির। এমন সময়ে লাগাতার বিনোদনের জোগান দিয়ে চলেছে ধারাবাহিকগুলি। অতিমারির মধ্যেও সব সাবধানতা মেনে চলছে শ্যুটিং। ‘ইকির মিকির’, ‘মেয়েদের ব্রতকথা, ‘কাঞ্চি’— আকাশ আটে এই মুহূর্তে জোর কদমে তিনটি ধারাবাহিকের শ্যুট চলছে।

সেটে প্রবেশের আগে প্রত্যেকের তাপমাত্রা মেপে নেওয়া হচ্ছে। সব ধরনের সাবধানতা মেনে, সেট স্যানিটাইজ করে চলছে ধারাবাহিকের কাজ। শট দেওয়া হয়ে গেলেই মুখে মাস্ক পরে নিচ্ছেন অভিনেতারা। এ ছাড়া কলাকুশলীরাও সব সময় মুখে মাস্ক পরে, দূরত্ব বজায় রেখে কাজ করছেন। সব নিয়ম মেনে শ্যুট করেও কোভিডে আক্রান্ত হয়েছেন অনেক অভিনেতা এবং কলাকুশলী। তাঁরা প্রত্যেকেই নিভৃতবাসে থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরেছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement