মনমোহন সিংহের স্মৃতিসৌধ নিয়ে বিতর্ক চলছিল। তার মাঝেই প্রাক্তন রাষ্ট্রপতি এবং কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত মোদী সরকারের। রাজঘাটে তৈরি হবে সৌধ। ২ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু বিতর্ক। কংগ্রেস সাংসদ দানিশ আলির অভিযোগ, প্রণবের ‘আরএসএস ঘনিষ্ঠতা’র উপহার এই সৌধ। কী বলছেন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে? আনন্দবাজার অনলাইনের মুখোমুখি শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।