Writwik Mukherjee

শুটিং থেকে ছুটি নিয়ে বিয়ে! চুপি চুপি গাঁটছড়া বাঁধলেন ‘আনন্দী’ ধারাবাহিকের ঋত্বিক

শুটিংয়ের ব্যস্ততা রয়েইছে। তা বলে বিয়ে হবে না? শুটিংয়ের ফাঁকে শুভ কাজ সেরে নিলেন ছোট পর্দার নায়ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২৩:০২
দিশা দাস সঙ্গে ঋত্বিক মুখোপাধ্যায়।

দিশা দাস সঙ্গে ঋত্বিক মুখোপাধ্যায়। ছবি: সমাজমাধ্যম।

পর্দায় নয়, বাস্তবে বিয়ে সারলেন ছোট পর্দার নায়ক ঋত্বিক মুখোপাধ্যায়। বিয়ে করলেন প্রেমিকা দিশা দাসকে। তাঁদের প্রেমের খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। ‘আনন্দী’ ধারাবাহিকের নায়ক ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁদের বিয়ের আগের একটি ছবি ভাগ করে নিয়েছেন। বার্তায় লিখেছেন, ‘আইবুড়োভাত’-এর শেষ দিন। সবিস্তার জানতে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে।

Advertisement

ধারাবাহিকের নায়ক তখনও শুটিং করছেন! তা হলে বিয়ে সারলেন কখন? প্রশ্ন শুনে অভিনেতা বললেন, “আইনি বিয়ে সেরেছি সোমবার। মাত্র ঘন্টা দুয়েক সময় লেগেছে। মঙ্গলবার থেকে আমি আবার কাজের মেজাজে।”

দুই বাড়ি এক হয়ে এই আয়োজন করেছে। বিশেষ দিনে ঋত্বিকের সাজও ছিল বিশেষ। ঘিয়ে পাঞ্জাবি, পাজামা বেছে নিয়েছিলেন তিনি। দিশা লাল শাড়িতে ঝলমলে। অনুষ্ঠানিক বিয়ে পরে। দিশার সঙ্গে এর আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনী ছবি করেছেন ঋত্বিক। বিয়ের পর স্বামীর মতো দিশাও কি ছোট পর্দায় আসবেন? “এখনও কিছুই ঠিক করিনি আমরা”, মৃদু হেসে জবাব দিলেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন