Armenian Christmas

আজও আছে সহজ পাঠের আর্মানি গির্জা, ডিসেম্বরে নয়, জানুয়ারিতে সেজে ওঠে ক্রিসমাসের আলোয়

২৫ ডিসেম্বর যখন শহরের সব চার্চে ক্রিসমাস ক্যারলের সুর, বড়বাজারের আর্মেনিয়ান চার্চ অফ নাজ়ারেথ তখন প্রায় নিস্তব্ধ। অর্থোডক্স এই খ্রিস্টান সম্প্রদায় কেন যিশুদিবস পালন করে ৬ জানুয়ারিতে?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৬:১৫
Advertisement

কলকাতা যতটা বাঙালির, ততটাই অ্যাংলো-ইন্ডিয়ান, ইহুদি, পার্সি আর আর্মেনিয়ানদের। আর্মেনিয়ানরা সংখ্যায় কমতে কমতে ৩০-৩৫টি পরিবারে এসে দাঁড়িয়েছেন। অথচ এক সময় কলকাতার বাণিজ্যে রীতিমতো দাপট দেখিয়েছেন পশ্চিম এশিয়া থেকে আগত এই অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়। কবে থেকে কমতে শুরু করল আর্মেনিয়ানদের প্রভাব-প্রতিপত্তি? ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্টদের খ্রিস্টমাস থেকে কতটা আলাদা আর্মেনিয়ানদের যিশুদিবস?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement