Celebrity Birthday

৪৫ বছর পর সেরা শুভেচ্ছাটি পেলেন দেবীর মা! জন্মদিনে বিপাশা শুনলেন কোন গান?

মঙ্গলবার সমাজমাধ্যমেই বিপাশা জানালেন, এ বছরের সেরা উপহার পেয়েছেন নিজের জন্মদিনে। এ দিন ইনস্টাগ্রামে একটি রিল ভাগ করে নেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৬:১১
Image of Bipasha Basu and Devi

বিপাশা বসু এখন ব্যস্ত দু’বছরের দেবীকে সামলাতে। ছবি: সংগৃহীত।

এক সময়ে দাপিয়ে অভিনয় করেছেন বলিউডের বঙ্গসুন্দরী বিপাশা বসু। পর্দায় বিপাশা মানেই উষ্ণ শিহরন। ছবির পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও উত্তেজনা ছিল অনুরাগীমহলে। দিনো মরিয়া থেকে জন আব্রাহাম— বলিউডের তাবড় মডেল অভিনেতার পাশে তাঁকে দেখতেই যেন ভালবাসতেন দর্শক। একের পর এক সম্পর্ক এবং বিচ্ছেদ। অবশেষে তাঁর ভালবাসার তরী ভিড়েছে কর্ণ গ্রোভরের জীবনে। গত কয়েক বছরে আর বড় পর্দায় সে ভাবে দেখা যায়নি ‘রাজ়’, ‘গুনাহ’, ‘জিসম’-এর অভিনেত্রীকে। এখন তিনি ব্যস্ত মা। দু’বছরের দেবীকে নিয়ে সময় কাটে তাঁর। সাক্ষী থাকে সমাজমাধ্যম।

Advertisement

১৯৭৯ সালের ৭ জানুয়ারি তাঁর জন্ম এক বাঙালি পরিবারে। কলকাতায় পড়াশোনা শেষ করে বলিউড সফর শুরু করেন তিনি। মঙ্গলবার সমাজমাধ্যমেই বিপাশা জানালেন, এ বছর সেরা উপহার পেয়েছেন নিজের জন্মদিনে। এ দিন ইনস্টাগ্রামে একটি রিল ভাগ করে নেন অভিনেত্রী। নীল সমুদ্রের পারে, আরামকেদারায় সাদা-হলুদ ডোরা তোয়ালের উপর বসে ছোট্ট দেবী। পরনে গোলাপি বডিস্যুট। চোখে হলুদ রোদচশমা। বোঝাই যায় নায়িকার ৪৫ বছরের জন্মদিন উদ্‌যাপন করতে কোনও সৈকতে বেড়াতে গিয়েছেন বিপাশা-কর্ণ।

ক্যামেরার পিছন থেকে দেবীকে জিজ্ঞাসা করা হয়, “এই তুমি বলতে পারবে আজ কার জন্মদিন?” সুরেলা গলায় দেবী জবাব দেয়, “মায়ের।” ফের জিজ্ঞাসা করা হয় মায়ের জন্য কী গাইবে সে? এর পরই সে গান গাইতে শুরু করে— “হ্যাপি বার্থ ডে...।” তবে গানের বদলে সেই শুভেচ্ছা অনেকটা ছন্দোময় আবৃত্তির মতো শুনতে লাগে। পিছন থেকে সে বিষয়ে সতর্ক করে দেন কর্ণ। কিন্তু মায়ের মন তাতে বিচলিত নয়। বরং বিপাশা বলেন, “আরে না, ও তো এখন র‌্যাপার।”

মেয়ের শুভেচ্ছা পেয়ে আপ্লুত বিপাশা। লিখেছেন, “সর্বকালের সেরা শুভেচ্ছা।” সঙ্গে একটি গোলাপি হৃদয় এবং একটি ‘ইভিল আই’ ইমোজি। বিপাশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরাও। ছোট্ট দেবীর জন্যও এসেছে ভালবাসার বার্তা।

Advertisement
আরও পড়ুন