Celebrity controversy

ঐশ্বর্যার বিরুদ্ধে সমাজমাধ্যমে তোপ ভাইয়ের বৌ শ্রীমার! কেন ফুলের তোড়া পাঠালেন শ্বেতা?

“আপনারা ঐশ্বর্যার সমাজমাধ্যমের পাতায় গিয়ে দেখুন। সেখানে শুধুই তিনি এবং তাঁর মেয়ের ছবি। কোথাও আমাদের ছবি ভাগ করে নিতে দেখেছেন?” প্রশ্ন তুললেন অভিনেত্রীর ভাইয়ের বৌ শ্রীমা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২১:৪৮
শ্রীমা রাই, ঐশ্বর্য রাই বচ্চন, শ্বেতা বচ্চন নন্দা এক ফ্রেমে।

শ্রীমা রাই, ঐশ্বর্য রাই বচ্চন, শ্বেতা বচ্চন নন্দা এক ফ্রেমে। ছবি: ফেসবুক।

এ বার কি ঐশ্বর্যা রাই বচ্চনের বিরুদ্ধে তাঁর ভাইয়ের বৌ-ও? মঙ্গলবার সকাল থেকে শ্রীমা রাইয়ের ভাইরাল হওয়া একটি পোস্ট সে দিকেই ইঙ্গিত করছে! সম্প্রতি, শ্রীমা একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সেই ছবিতে তিনি, অভিনেত্রীর ভাই আদিত্য রাই, আর শাশুড়ি বৃন্দা রাই রয়েছেন। আর রয়েছে তাঁদের দুই সন্তান। শ্রীমার ভাগ করে নেওয়া ছবিতে কোথাও ঐশ্বর্যা বা তাঁর কন্যা আরাধ্যা বচ্চন নেই। অথচ, তাঁরা এখন বৃন্দার কাছেই থাকেন।

Advertisement

এই পোস্ট দেখে বচ্চনবধূর অনুরাগীরা সমাজমাধ্যমে সরব। তিনিও কি ঐশ্বর্যাকে ব্রাত্য করেছেন? মন্তব্য বিভাগে প্রশ্ন তাঁদের। শ্রীমাও প্রচারে আসার এই সুযোগ হারাননি। তিনি লিখিত জবাব দিয়েছেন, “আপনারা ঐশ্বর্যার সমাজমাধ্যমের পাতায় গিয়ে দেখুন। সেখানে শুধুই তিনি এবং তাঁর মেয়ের ছবি। কোথাও আমাদের ছবি ভাগ করে নিতে দেখেছেন?” শ্রীমার এই উত্তর আগুনে ঘি ঢেলেছে। ঐশ্বর্যার অনুরাগীরা রীতিমতো তাঁকে কটাক্ষে বিঁধেছেন। তাঁদের পাল্টা দাবি, ঐশ্বর্যা এর আগে একাধিক বার পারিবারিক ছবিতে আদিত্য-শ্রীমার ছবি ভাগ করে নিয়েছেন। তিনি ছবি ভাগ করে না নিলে কে জানতে পারত, তিনি ঐশ্বর্যার ভাইয়ের বৌ?

এই পর্ব মিটতে না মিটতেই নতুন পর্ব শুরু। আচমকাই ঐশ্বর্যার ননদ শ্বেতা বচ্চন ফুলের তোড়া পাঠিয়েছেন শ্রীমাকে। ঐশ্বর্যার ভাইয়ের বৌ কিন্তু সেই সুযোগও হারাননি। সঙ্গে সঙ্গে তিনি ফুলের তোড়ার ছবি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “ফুলের তোড়া পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ।” সেই পোস্ট দেখে অনুরাগীদের প্রশ্ন, তা হলে ব্যবধান মুছে যাচ্ছে। ফের এক হওয়ার পথে বচ্চন আর রাই পরিবার? প্রাক্তন বিশ্বসুন্দরীর মা বৃন্দা রাইয়ের জন্মদিন উপলক্ষে ফুলের তোড়া পাঠিয়েছেন শ্বেতা।

Advertisement
আরও পড়ুন