দীক্ষা নিতে চলেছেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। ছবি: ফেসবুক।
বিয়ের বয়স মাত্র এক। বছর ঘুরতেই এক কন্যাসন্তানের মা-বাবা শ্রীময়ী চট্টরাজ-কাঞ্চন মল্লিক। এখন জমিয়ে সংসার করার কথা। কিন্তু কোথায় কী? তাঁরা যে চলতি বছরেই দীক্ষা নেওয়ার কথা ভাবছেন! খবর যে সত্যি, সে কথা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন শ্রীময়ী। মেয়েকে বুধবার টিকা দিতে নিয়ে গিয়েছিলেন। সে পর্ব মিটতেই ফোনে জানান, সব ঠিক থাকলে কাশীপুর উদ্যানবাটী থেকে হয়তো তাঁরা দীক্ষা নেবেন।
সংসার কি অসার লাগছে? তাই এই সিদ্ধান্ত? প্রশ্ন রাখা হয়েছিল বিধায়ক-পত্নীর কাছে। শ্রীময়ীর কথায়, “এর সঙ্গে সংসার ত্যাগের কোনও প্রশ্ন নেই। আমরা দু’জনেই প্রচণ্ড ইশ্বরভক্ত। একই ভাবে রামকৃষ্ণদেবেরও। তাই নতুন বছরে কাশীপুর উদ্যানবাটীতে গিয়ে দীক্ষার ইচ্ছে প্রকাশ করেছিলাম। বিয়ের আগেই ঠিক করেছিলাম, বিয়ের পর আমরা একসঙ্গে দীক্ষা নেব।”
কাশীপুর উদ্যানবাটীর নিয়মানুযায়ী, দম্পতিকে শ্রীরামকৃষ্ণদেবের বই পড়তে দেওয়া হয়েছে। কাঞ্চনের সেই বই পড়া হয়ে গিয়েছে। মেয়ে সামলে বই শেষ করে উঠতে পারেননি শ্রীময়ী। সে সব মিটলে তাঁরা যোগাযোগ করবেন মঠের সঙ্গে। এ-ও জানিয়েছেন, তাঁর শ্বশুরবাড়িতে অহরহ পুজো-পার্বণ। দেবী দুর্গা বা কালিকার ভোগ রাঁধতে গেলে দীক্ষা নেওয়ার প্রয়োজন। সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব দীক্ষার পর্ব মিটিয়ে ফেলতে চান। যাতে চলতি বছরেই দেবীর ভোগ রাঁধতে পারেন।