Gautam Gambhir

বার বার ক্ষমতার অপব্যবহার? অভিযুক্ত গম্ভীর, ক্ষুব্ধ বোর্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির পর হিসাব নেবেন কর্তারা

অস্ট্রেলিয়া থেকে ফিরে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে মুখ খুলেছেন গম্ভীর। কারও পারফরম্যান্স, কারও আচরণ বা মানসিকতা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধেও উঠেছে গুরুতর অভিযোগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২১:১৩
picture of Gautam Gambhir

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া থেকে ফিরে রোহিত শর্মা, সরফরাজ খানদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ নিজেও রয়েছেন অভিযুক্তের তালিকায়। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। যা নিয়ে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা।

Advertisement

অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে ভারতীয় বোর্ডের রিভিউ বৈঠকে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে মুখ খুলেছেন গম্ভীর। কারও পারফরম্যান্স, কারও আচরণ বা মানসিকতা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ভারতীয় দলের কোচ। ব্যর্থতায় দায় ক্রিকেটারদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেও স্বস্তিতে থাকতে পারছেন না গম্ভীর। তাঁর আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। তিনিও রয়েছেন বিসিসিআইয়ের আতশকাচের তলায়।

ক্রিকেটারদের নানা নিয়মে বাঁধার চেষ্টা করছেন বোর্ড কর্তারা। ছাড় পাননি গম্ভীরও। তাঁকেও সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে টেস্ট এবং এক দিনের ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স হতাশজনক। দলকে সাফল্যের রাস্তা দেখাতে ব্যর্থ কোচ একাধিক বার ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ। ব্যক্তিগত সহকারীকে নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন গম্ভীর। অস্ট্রেলিয়ায় যাওয়া প্রধান নির্বাচক অজিত আগরকরের জন্য বরাদ্দ গাড়িতে সেই সহকারীর যাতায়াতের ব্যবস্থা করেন গম্ভীর। এ ছাড়াও অ্যাডিলেড টেস্টে বোর্ডের পদাধিকারীদের জন্য নির্দিষ্ট বক্সেও সেই সহকারীর বসার ব্যবস্থা করেছিলেন। যে সব জায়গায় ক্রিকেটার এবং দলের কোচেরা ছাড়া কারও থাকার কথা নয়, তেমন কিছু জায়গাতেও সেই সহকারীকে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ায়। যা প্রধান কোচের অনুমতি ছাড়া সম্ভব নয়। ব্যক্তিগত সহকারীর জন্য গোটা সফরে গম্ভীর এমন নানা অনিয়ম করেছেন ক্ষমতা কাজে লাগিয়ে। বার বার এমন প্রোটোকল ভাঙার বিষয়টি ভাল ভাবে নেননি বোর্ডের অধিকাংশ কর্তাই। রিভিউ মিটিংয়ে গম্ভীরের কাছে এই সব ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের কোচ থাকার কথা গম্ভীরের। তবে তার অনেক আগেই তাঁর চাকরি যেতে পারে। ভারতীয় দলের বেহাল পারফরম্যান্স এবং ক্ষমতার অপব্যবহারের কারণে গম্ভীরকে নিয়ে খুশি নন বোর্ডের অধিকাংশ কর্তা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ভাল কিছু করতে না পারলে ছাঁটাই করা হতে পারে তাঁকে। রিভিউ বৈঠকে তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় কোনও পরিবর্তন চান না বোর্ড কর্তারা। তার পর পর্যালোচনা করা হবে কোচ গম্ভীরের পারফরম্যান্স। গম্ভীরের জমানায় শ্রীলঙ্কার কাছে এক দিনের সিরিজ় হেরেছে ভারত। ১০টি টেস্টের মধ্যে ছ’টিতে হার। এর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত ব্যর্থ হলে, তাঁকে না-ও রাখা হতে পারে। আগামী জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে নতুন কাউকে দেখা যেতে পারে ভারতীয় দলের কোচ হিসাবে।

Advertisement
আরও পড়ুন