Celeb Life

মঞ্চে ‘গওহর জান’ অর্পিতা, পুত্রবধূকে দেখে কী বললেন শ্বশুর বিশ্বজিৎ চট্টোপাধ্যায়?

মুম্বইয়ে মঞ্চস্থ হল অর্পিতা চট্টোপাধ্যায় অভিনীত ‘গওহর জান’। বৌমার নাটক দেখতে গিয়েছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। মঞ্চে উঠে কী বললেন শ্বশুরমশাই?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৮:৩৮
শ্বশুরের আশীর্বাদধন্য অর্পিতা চট্টোপাধ্য়ায়।

শ্বশুরের আশীর্বাদধন্য অর্পিতা চট্টোপাধ্য়ায়। ছবি: ফেসবুক।

ঐশ্বর্যা রাই বচ্চন শ্বশুর অমিতাভ বচ্চনের স্নেহধন্যা। আরব সাগর পেরিয়ে গঙ্গাপার জানে সে কথা। ফের প্রায় একই ছায়া দেখল মায়ানগরী। মুম্বইয়ে সদ্য অনুষ্ঠিত হল অর্পিতা চট্টোপাধ্যায় অভিনীত একক নাটক ‘গওহর জান’। সেই নাটক দেখতে গিয়েছিলেন শ্বশুরমশাই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বৌমার অভিনয় দেখে আপ্লুত তিনি। আশীর্বাদ করলেন পুত্রবধূকে। বললেন, “জয়ী হও।”

Advertisement

অনেক দিনের পরিশ্রমে নিজের মধ্যে তিলে তিলে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের খ্যাতনামী গায়িকাকে ধারণ করেছেন অভিনেত্রী। তার ঝলক সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কখনও টানা রেওয়াজ করেছেন, যাতে অবিকল গওহর জানের মতো না হলেও শাস্ত্রীয় সঙ্গীত পারদর্শিতার সঙ্গে মঞ্চে পরিবেশন করতে পারেন। রেওয়াজের তালিকায় ছিল গজ়ল, ঠুংরির মতো গান। ব্যক্তিত্ব নিখুঁত করার আপ্রাণ চেষ্টা চলছিল। মঞ্চে তাঁর অভিনয়ে সেই প্রচেষ্টা প্রতিফলিত, যা এক সময় মঞ্চে নিয়মিত অভিনয় করা বিশ্বজিৎকে ছুঁয়ে গিয়েছে। তিনি সে কথা নাটক শেষে মঞ্চে উঠে বলেছেন। তাঁর কথায়, “একক চরিত্রে অভিনয় মানে ‘ওয়ান ম্যান আর্মি’। নিজেকে ঠিকমতো ঘষামাজা করলে সৈনিক জিতে যাবেন। অর্পিতা সেটাই করেছেন।”

পাশাপাশি, প্রশংসা করেছেন নাটকের সঙ্গে যুক্ত প্রত্যেক টেকনিশিয়ানের। মঞ্চে অভিনয়ের দৌলতে তিনি জানেন, এঁরা না থাকলে একা অভিনেতা কিচ্ছু করতে পারেন না। এর আগে অর্পিতার নাটক দেখে তাঁকে প্রশংসায় ভরিয়েছেন অনুপম খের। তিনি জানিয়েছেন, প্রসেনজিৎ-ঘরনির নিষ্ঠা, অভিনয় দেখে এই বয়সেও অনেক কিছু শিখলেন।

আরও পড়ুন
Advertisement