Ankush Hazra

নিজে নেচে নাচাতে আসছেন অঙ্কুশ, অতিথি বিচারক ‘ডান্স ডান্স জুনিয়র ২’-এর

সপ্তাহান্তে বিনোদন চাই। কোথায় পাই? এমনটা যাঁদের মাথায় ঘুরছে তাঁদের জন্য সুখবর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ১৭:১২
অঙ্কুশ হাজরা।

অঙ্কুশ হাজরা।

সপ্তাহান্তে বিনোদন চাই। কোথায় পাই? এমনটা যাঁদের মাথায় ঘুরছে তাঁদের জন্য সুখবর। চলতি সপ্তাহেই স্টার জলসার নাচের রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র ২’-এ অতিথি বিচারক হয়ে আসছেন অঙ্কুশ হাজরা। নিজেও প্রতিযোগীদের সঙ্গে নাচে অংশ নেবেন। নজরকাড়া নাচের টিপসও দেবেন।

চ্যানেলের এই নাচের রিয়েলিটি শো প্রথম সিজন থেকেই তারকাময়। দ্বিতীয় সিজনেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিযোগিতার মান বাড়াতে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি বিচারক হিসেবে কর্তৃপক্ষ বেছে নিয়েছেন সাংসদ-তারকা দেব, মনামী ঘোষকে। অঙ্কুশের মতো নাচ এঁদেরও প্যাশন। তাই শো-এর মান বাড়ানোর পাশাপাশি এঁদের মূল্যবান পরামর্শ সমৃদ্ধ করছে একেবারে মাটি থেকে উঠে আসা প্রতিযোগীদের।

Advertisement

গত সপ্তাহেই শো-এ এসেছিলেন রবিনা ট্যান্ডন। তিনিও চোখধাঁধানো পারফর্ম করেন। মনামীর ভাষায়, "পুরোটাই ছিল স্মরণীয় অভিজ্ঞতা।" খবর, প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯টায় নিয়মিত শো-এর পাশাপাশি আগামী দিনে এই নাচের মঞ্চেই দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। নাচের পাশাপাশি তিনিও হবেন অতিথি বিচারক।

Advertisement
আরও পড়ুন