Twarita Chatterjee

‘ও জীবন তোমার সাথে কাটাব রূপকথাতে’, সৌরভকে ভালবেসে মনের কথা জানালেন ত্বরিতা

সৌরভকে নিজের মনের কথা বোঝাতে ‘মুখার্জিদার বউ’ ছবি থেকে ইমন চক্রবর্তীর কণ্ঠে ‘ও জীবন তোমার সাথে’ গানটিকেই বেছে নিয়েছেন অভিনেত্রী।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ১৫:৩৭
সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ত্বরিতা চট্টোপাধ্যায়।

সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ত্বরিতা চট্টোপাধ্যায়।

নিজের মনের কথাই গানের সুরে জানিয়ে দিলেন ত্বরিতা চট্টোপাধ্যায়। শুনলেন স্বামী সৌরভ বন্দ্যোপাধ্যায়। তাঁদের ভালবাসার মুহূর্ত ভেসে উঠল ত্বরিতার ইনস্টাগ্রামের দেওয়ালে।

একসঙ্গে একটি রিল ভিডিয়ো শ্যুট করলেন ‘ত্বরভ’ (ত্বরিতা এবং সৌরভের নাম মিলিয়ে ভালবেসে এই নামই রেখেছেন তাঁদের বন্ধুরা)। সৌরভকে নিজের মনের কথা বোঝাতে ‘মুখার্জিদার বউ’ ছবি থেকে ইমন চক্রবর্তীর কণ্ঠে ‘ও জীবন তোমার সাথে’ গানটিকেই বেছে নিয়েছেন অভিনেত্রী। সৌরভের কাঁধে হাত রেখে, তাঁর চোখে চোখ মিলিয়ে দিলেন ত্বরিতা। অভিনেত্রীর মুখে খেলে গেল নানা ধরনের অভিব্যক্তি।

ইনস্টাগ্রামে বেশ সক্রিয় ত্বরিতা। তাঁর ভার্চুয়াল দেওয়ালে চোখ রাখলেই দেখা যাবে একাধিক রিল ভিডিয়ো। কখনও ‘তেরি ওর’ তো আবার কখনও ‘ন্যায়নোওয়ালে নে’-র সুরে মেতে ওঠেন অভিনেত্রী। তবে এ বার দু’জনকে একসঙ্গে এক্কেবারে ‘ফিল্মি’ কায়দায় দেখে আপ্লুত তাঁদের অনুরাগীরাও। পোস্টের কমেন্ট বক্স ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

Advertisement

গত ১৫ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ত্বরিতা এবং সৌরভ। রাজকীয় ভাবে বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন তাঁরা। অতিথি তালিকায় ছিলেন টলিউডের চেনা মুখেরা।

Advertisement
আরও পড়ুন