Aishwarya Rai Bachchan

ঐশ্বর্যার জন্মদিনেই বিবাহবিচ্ছেদে সিলমোহর! অভিষেকের তরফে মিলল কোন ইঙ্গিত?

ঐশ্বর্যা জন্মদিনেই পরিষ্কার হয়ে গেল সেই জল্পনা। অভিষেক কি বিবাহবিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়ে দিলেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৩:১৫
Abhishek Bachchan did not wish Aishwarya Rai Bachchan amid their divorce rumour

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি: সংগৃহীত।

বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। এই জল্পনার মাঝেই প্রশ্ন উঠল ঐশ্বর্যার জন্মদিনে কী করলেন অভিষেক? ১ নভেম্বর ৫১ বছরে পা রাখলেন ঐশ্বর্যা। বিবাহবিচ্ছেদের জল্পনা চললেও এখনও মুখ খোলেননি দু’জনের কেউই। কিন্তু ঐশ্বর্যার জন্মদিনেই পরিষ্কার হয়ে গেল সেই জল্পনা। অভিষেক কি বিবাহবিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়ে দিলেন?

Advertisement

গত বছর স্ত্রীর জন্মদিনে বিশেষ ভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক। ঐশ্বর্যার একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “শুভ জন্মদিন”। জন্মদিনের শুভেচ্ছাবার্তার সঙ্গে তিনি দেন লাল হৃদয়ের ইমোজি। গত বছরও জন্মদিনে ঐশ্বর্যার সঙ্গে ছিলেন না অভিষেক। সেই বারও মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইয়ের সঙ্গে কেক কেটেছিলেন ঐশ্বর্যা। তবে নিজে কেক খাননি প্রাক্তন বিশ্বসুন্দরী। কারণ, তিনি করবা চৌথের উপোস করেছিলেন। তবে এ বার অভিষেক একেবারেই নীরব। সমাজমাধ্যমেও স্ত্রীর জন্মদিনে তাঁর তরফ থেকে কোনও শুভেচ্ছাবার্তা দেখা গেল না। এই দেখেই নেটাগরিকের ধারণা, সত্যিই বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারকা দম্পতি।

অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে অভিষেক-‌ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনা আরও ঘনীভূত হয়। বিয়ের আসরে গোটা পরিবার নিয়ে প্রবেশ করেছিলেন অভিষেক। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন ঐশ্বর্যা ও আরাধ্যা। বেশ কিছু ক্ষণ পরে প্রবেশ করেন তাঁরা। এ দৃশ্য দেখেই নেটাগরিকের চক্ষু চড়কগাছ হয়। যদিও পরে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। প্রথমে শোনা যাচ্ছিল শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনার অভাবে সংসারে ভাঙন ধরেছে। তবে গত কয়েক দিনে নতুন গুঞ্জন ছড়িয়েছে। ‘দসভি’ ছবির শুটিং-এর সময় নাকি নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তার পরেই নাকি ঐশ্বর্যার সঙ্গে দূরত্ব তৈরি হয়। তবে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে বচ্চন পরিবার।

Advertisement
আরও পড়ুন