Nora Fatehi

‘এত ছোট ব্লাউজ় পরে নাচব কী করে?’ পরিচালকের প্রস্তাব শুনে কেন বলেছিলেন নোরা ফতেহি!

এক সাক্ষাৎকারে নোরা জানান, এই গানের সঙ্গে নাচের জন্য তিনি নাকি পারিশ্রমিকও পাননি। তার সঙ্গে ব্লাউজ়ের মাপ দেখে অবাক হয়ে যান নোরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৯:৩৩
Nora Fatehi refused to dance in Dilbar song as the costume was too tiny

নোরা ফতেহি। ছবি: সংগৃহীত।

‘সত্যমেব জয়তে’ ছবির গান ‘দিলবর’-এ নোরা ফতেহির নাচ রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিল। অভিনেত্রীর নাচে কুপোকাত হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু প্রথম দিকে একেবারেই এই গানের সঙ্গে নাচতে রাজি হননি নোরা। তাঁকে নাকি এই গানের সঙ্গে নাচের জন্য খুব চাপা একটি ব্লাউজ় পরতে বলা হয়েছিল।

Advertisement

এক সাক্ষাৎকারে নোরা জানান, এই গানে নাচার জন্য তিনি নাকি পারিশ্রমিকও পাননি। তার সঙ্গে ব্লাউজ়ের মাপ দেখে অবাক হয়ে যান নোরা। অভিনেত্রীর কথায়, “আমাকে ব্লাউজ়টা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। ব্লাউজ়টা খুবই ছোট ও চাপা ছিল। বলেই দিয়েছিলাম, আমি এই কাজটা করতে পারব না। জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে। বুঝতে পেরেছি, এই গানে যৌন আবেদন রয়েছে। তবে আমাদের মধ্যে স্বাভাবিক ভাবেই যৌন আবেদন রয়েছে। সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।”

গানের শুটিংয়ের দিন নোরার জন্য আলাদা করে একটি ব্লাউজ় বানিয়ে আনা হয়। এই ব্লাউজ় পরে তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন অভিনেত্রী। নোরা বলেন, “এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন। তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। আমার কাছে সেটাই বড় কথা। আগে যে ব্লাউজ়টা দেওয়া হয়েছিল, সেটা পরতে পারতাম না।”

গানটির জন্য নাচের শুটিং কেমন হবে সেই বিষয়ে ছবির পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেছিলেন নোরা ফতেহি। পারিশ্রমিক না নেওয়ার বিষয়ে নোরা পরিচালককে বলেছিলেন, “অর্থ উপার্জন করার সময় এখন নয়। নিজেকে প্রমাণ করাই এখন আমার লক্ষ্য। খ্যাতি অর্জন করতে হবে। পরিচিতি পেতে হবে।”

Advertisement
আরও পড়ুন