Abhirup Ghosh

ঝুলিতে ১০ কোটির সিরিজ়, অভিরূপও টিনসেল টাউনে! বলিউড না বাংলার তারকারা থাকছেন?

হিন্দির জনপ্রিয় পাল্প সিরিজ় গল্প নিয়ে এই হিন্দি সিরিজ় তৈরি হচ্ছে, শুট শুরু অগস্টে?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ১৮:৪২
Image Of Abhirup Ghosh

বাংলা থেকে বলিউডে অভিরূপ। নিজস্ব চিত্র।

অভিরূপ ঘোষের আগামী বাংলা ছবি ‘পাগলপ্রেমী’র পোস্ট প্রোডাকশনের কাজ এখনও চলছে। তার মধ্যেই বড় খবর। পরিচালক বড় বাজেটের হিন্দি সিরিজ় পরিচালনার বরাত পেয়ে খুব শিগগিরি উড়ে যাচ্ছেন বলিউডে। চিত্রনাট্য লেখার কাজ জোরকদমে চলছে। সিরিজ়ে মায়ানগরীর অভিনেতারা থাকবেন। ইতিমধ্যেই নাকি বাছাই পর্ব শুরু হয়েছে। প্রযোজনায় হটস্টার!

Advertisement

খবর জেনেই আনন্দবাজার অনলাইন সরাসরি ফোন করেছিল পরিচালককে। অভিরূপ স্বীকার করেছেন সব কথা। বলেছেন, ‘‘এখনও পুরো বিষয়টি প্রাথমিক স্তরে। তথাকথিত রহস্য-রোমাঞ্চ বা গোয়েন্দা জ়ঁরের কাহিনি নয়। হিন্দির একটি জনপ্রিয় পাল্প সিরিজ়ের গল্প অনুসরণে সিরিজ় তৈরি হবে। চিত্রনাট্য লেখার কাজ চলছে।’’ পুরোটাই বাংলার বাইরের গল্প। তাই বলিউড তারকাদেরই দেখা যাবে এখানে।

তাঁরাও যে প্রথম সারির, সে কথা আভাসে জানালেও নাম ভাঙতে এক্ষুনি রাজি নন তিনি। বাংলার কেউ এই সিরিজ়ে থাকবেন না?

জবাবে জানিয়েছেন, থাকলেও তাঁদের সংখ্যা হাতেগোনা হবে। বাংলার হইচই ওয়েব প্ল্যাটফর্মের হয়ে অভিরূপ এর আগেও একাধিক পাল্প সিরিজ় বানিয়েছেন। সেই পরিচিতিই তাঁকে বলিউড পৌঁছে দিয়েছে, বক্তব্য পরিচালকের। সব ঠিক থাকলে অগস্ট থেকে শুট শুরু। পুরোটাই হবে বলিউডে। তিনি কি বাংলা ছেড়ে বলিউডে ঘাঁটি গাড়তে চলেছেন? প্রশ্ন রাখতেই সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। অভিরূপের কথায়, ‘‘টলিউড ছাড়ার কোনও প্রশ্নই নেই। এখনও ‘পাগলপ্রেমী’র কাজ চলছে। গানের দৃশ্যের শুট বাকি। পাশাপাশি, বলিউডের কাজ। দু’দিকেই সমান তালে কাজ করব।’’

Advertisement
আরও পড়ুন