Celeb Gossip

ঝুলিতে কাজ নেই! অগত্যা বাংলা ভুলে মার্কিন মুলুকে থিতু হওয়ার চেষ্টায় নায়িকা?

রটনা, এ সব বিয়ের আয়ু নাকি পাঁচ বছর, তার পরেই বিবাহবিচ্ছেদ করে, খোরপোশ নিয়ে বঙ্গে ফেরার সম্ভাবনা!

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ১৫:৫৪
Image Of Celeb Gossip

প্রতীকী চিত্র।

শহরের প্রায় সব ব্যবসায়ীর সঙ্গে ওঠাবসা তাঁর। সেই জায়গা থেকেই নায়িকার সঙ্গে এক বিচ্ছিন্ন ব্যবসায়ীর ‘গুপ্ত’ কথা! বাংলা বিনোদন দুনিয়ার আনাচকানাচে কান পাতলেই তখন তাঁদের নিয়ে কান ফিসফিস। ব্যবসায়ীর ছোট্ট মেয়েকে নায়িকা প্রায় চোখে হারাতেন। তাঁর ‘লক্ষ্মীহারা’ ঘরবাড়ি নিজের হাতে সাজিয়ে তুলেছিলেন। নায়িকা এমনিতে বেশ সংসারী। কেবল চার হাত এক হওয়াই বাকি ছিল। কী থেকে যেন কী হয়ে গেল! খবর, গত দু’বছর ধরে তাঁদের সম্পর্ক নাকি ‘ডিপ ফ্রিজ’-এ বন্দি। বিয়ের গল্প আকাশকুসুম কল্পনা।

Advertisement

নায়িকা এখন কী করছেন? ঝুলিতে কাজ কম। বড় হিটও নেই। তাঁরও নাকি ১২ হাত কাপড়ে মন! গোপনে শাড়ির ব্যবসা করেন।

আর? টলিউড বলছে, তিনিও নাকি চুপচাপ ‘ক্রস কানেকশন’ চালাচ্ছেন। অর্থাৎ, এনআরআই পাত্র খুঁজছেন। এও গুঞ্জন, এই কারণেই নাকি ঘনঘন উড়ে যাচ্ছেন মার্কিন মুলুকে। যদিও প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন, ওখানে তাঁর আত্মীয় আছেন, বন্ধুরা আছেন। ছবি নিয়ে প্রিমিয়ার, প্রদর্শনী আছে। তাই তাঁকেও প্রায়ই উ়ড়ে যেতে হচ্ছে। নিন্দকেরা এ সব শুনে আড়ালে হেসেছে। নায়িকা আসলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টায়।

নায়িকাদের খরচখরচা, যত্ন ব্যবসায়ী নয়, প্রবাসী পাত্রই নাকি ঠিক করে বহন করতে পারেন। এই নায়িকাও তাই নাকি বাংলা ছেড়ে প্রয়োজনে মার্কিন মুলুকে থিতু হওয়ার স্বপ্ন দেখছেন। অভিনয় একেবারেই ছেড়ে দেবেন? এমন প্রশ্ন উঠতেই নিন্দকদের কটাক্ষ, পাঁচ বছর পর সব মিটিয়ে, খোরপোশ নিয়ে বাংলায় ফিরতে কে বারণ করেছে?

Advertisement
আরও পড়ুন