Recruitment in ZSI

জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পোস্ট ডক্টরাল ফেলোশিপ নেবে, রইল বিস্তারিত

প্রথমে এক বছর হবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৩ ১৭:২৮
Zoological Survey of India

জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি।

Advertisement

পোস্ট ডক্টরাল ফেলোশিপ নেওয়া হবে। আন্দামান ও নিকোবর শাখায় কাজ করতে হবে। প্রথমে এক বছর হবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেরিন বায়োলজি/ ইকোলজি/ পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি থাকতে হবে পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ (মেরিন বায়োডায়ভার্সিটি কনজারভেশন) বিভাগে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রতি মাসে ৫৫ হাজার টাকা করে দেওয়া হবে।

‘ওয়াক ইন ইন্টারভিউয়ের’ মাধ্যমে নেওয়া হবে। ১২ অগস্ট ইন্টারভিউ হবে। ওই দিন বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে প্রার্থীদের। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। অথবা মেল করলেও চলবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন