Bachelor Degree for Agniveers

ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে নয়া উদ্যোগ ইগনুর, স্নাতক হতে পারবেন অগ্নিবীররা

ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর অগ্নিবীরদের স্নাতক পড়াবে ইগনু।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৩ ১৫:৪৪
ছবি: ইগনুর ওয়েবসাইট থেকে সংগৃহীত।

ছবি: ইগনুর ওয়েবসাইট থেকে সংগৃহীত।

ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীরদের জন্য নয়া উদ্যোগ ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-র। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর অগ্নিবীরদের জন্য স্নাতক পাঠক্রম চালু করল ইগনু। সম্প্রতি এই বিষয়ে মউ চুক্তি সাক্ষর (এমওইউএস) করা হয়েছে ইগনু এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে। ইগনুর ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে এই নিয়ে।

Advertisement

পাঠক্র্মের নাম ‘স্কিল বেসড ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম’। যেখানে পাঁচটি ক্ষেত্রে স্নাতক কোর্স করার সুযোগ পাবেন অগ্নিবীররা।

১) বিএএএস: ব্যাচেলর অফ আর্টস (অ্যাপ্লায়েড স্কিলস)।

২) বিএএএসটিএম: ব্যাচেলর অফ আর্টস (অ্যাপ্লায়েড স্কিলস) টুরিজ়ম ম্যানেজমেন্ট।

৩) বিএএএসএমএসএমই: ব্যাচেলর অফ আর্টস (অ্যাপ্লায়েড স্কিলস) এমএসএমই।

৪) বিকমার্স: ব্যাচেলর অফ কমার্স (অ্যাপ্লায়েড স্কিলস)।

৫) বিএসসিএএস: ব্যাচেলর অফ সায়েন্স (অ্যাপ্লায়েড স্কিলস)।

শৃঙ্খলা ভিত্তিক (ডিসিপ্লিন বেসড) এবং দক্ষতা ভিত্তিক (স্কিল বেসড) কোর্স এগুলি। যেখানে মোট ১২০ ক্রেডিট নম্বর থাকবে। ১২০-এর মধ্যে ৬০ ক্রেডিট ইগনুর তরফে দেওয়া হবে। বাকি ৬০টি ক্রেডিট অগ্নিবীরদের সেনাবাহিনীতে প্রশিক্ষণ চলাকালীন অর্জন করতে হবে। ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এনসিভিইটি) অনুমোদন দিয়েছে ‘স্কিল বেসড ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম’ কোর্সটিকে।

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পাওয়া যাবে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

Advertisement
আরও পড়ুন