ISRO Recruitment 2024

ইসরো অধীনস্থ সংস্থায় কর্মখালি, কারা আবেদন করবেন?

গবেষণাগারের মাল্টিস্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল অফিসার প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৪ ১৬:৩২
Satish Dhawan Space Centre, ISRO.

সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় কর্মী প্রয়োজন। এই মর্মে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, গবেষণাগারের মাল্টিস্পেশালিটি হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। ওই গবেষণাগারটি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)-র অধীনে কর্মরত।

Advertisement

কোন পদে নিয়োগ?

মেডিক্যাল অফিসার পদে এক জনকে নিয়োগ করা হবে।

আবেদনকারীদের যোগ্যতা:

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) পাশ করেছেন এবং ইএনটি-তে ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর সার্জিক্যাল ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।

বেতন:

অভিজ্ঞতার নিরিখে নিযুক্ত প্রার্থী মাসে ৬৭ হাজার থেকে ৯১ হাজার টাকা বেতন হিসাবে পাবেন।

আবেদন পদ্ধতি:

প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র-সহ অন্যান্য আনুষঙ্গিক নথি পাঠাতে হবে। আবেদনমূল্য ২৫০ টাকা।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ৬ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদ জেনে নিতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন