উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কৃষিবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন? এমন ব্যক্তিকে গবেষণামূলক কাজে নিয়োগ করবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। নিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের একটি প্রকল্পে কাজ করতে হবে। পদের নাম, প্রজেক্ট ফেলো। শূন্যপদ একটি।
জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের মাইক্রোসফট অফিসে কর্মদক্ষতা থাকা প্রয়োজন। বয়স ৪০ বছর কিংবা তার কম হতে হবে।
চুক্তির মেয়াদ থাকবে ৩১ মার্চ, ২০২৭ অথবা প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত। কাজের জন্য ফেলোশিপ হিসাবে প্রথম দু’বছর ১৫,০০০ টাকা, তৃতীয় এবং চতুর্থ বছর ১৮,০০০ টাকা এবং পঞ্চম বছরে ২০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ১৪ নভেম্বর, ২০২৪ ওই ইন্টারভিউয়ের জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের কোচবিহার ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। এই দিন কোন কোন নথি সঙ্গে রাখতে হবে, এই বিষয়ে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।