ইউকো ব্যাঙ্ক। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। তাতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ পাবেন নিযুক্তরা। রয়েছে বেশ কিছু শূন্যপদ। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। যে প্রক্রিয়া বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে নিয়োগ হবে লোকাল ব্যাঙ্ক অফিসার (এলবিও) পদে। মোট শূন্যপদের সংখ্যা ২৫০। নিযুক্তদের প্রথম দু’বছর ‘প্রবেশন’-এ রাখা হবে। এর পরে তাঁদের কাজের উপর নির্ভর করে ‘কনফার্মেশন’ দেওয়া হবে। নিযুক্তদের পোস্টিং গুজরাত, মহারাষ্ট্র, অসম, কর্নাটক, ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড, মেঘালয়, কেরল, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীর।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সসীমা ধার্য করা হয়েছে ২০ থেকে ৩০ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। থাকতে হবে বাংলা-সহ অন্যান্য ভাষায় পারদর্শিতা। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি।
আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদন জানাতে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৫ ফেব্রুয়ারি। এর পরে অনলাইন পরীক্ষা, নথি যাচাই, স্থানীয় ভাষায় পারদর্শিতার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরে। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।