UGC Ban on Universities

ইউজিসি-র বিধি না মেনেই পিএইচডি! নিষেধাজ্ঞা জারি দেশের তিন বিশ্ববিদ্যালয়ের উপরে

কমিশন জানিয়েছে, ২০২৫-’২৬ শিক্ষাবর্ষ থেকে ২০২৯–’৩০ শিক্ষাবর্ষ পর্যন্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিতে পিএইচডিতে পড়ুয়া ভর্তি বন্ধ থাকবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:২৫
UGC

ইউজিসি। সংগৃহীত ছবি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নির্ধারিত নিয়মবিধি না মেনেই পিএইচডি! তার জেরে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের উপরে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি আগামী পাঁচ বছর কোনও পড়ুয়াকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি নিতে পারবে না।

Advertisement

দেশের বিশ্ববিদ্যালয়গুলি যথাযথ ভাবে পিএইচডি-র নিয়মবিধি মেনে চলছে কি না, এবং গবেষণা সম্পন্ন হলে সংশ্লিষ্ট পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেওয়ার ক্ষেত্রে ইউজিসি-র নিয়মাবলি মেনে চলা হচ্ছে কি না, তা দেখভালের জন্য একটি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। এই কমিটির মূল কাজ হল বিশ্ববিদ্যালয়গুলির উপরে নজরদারি চালিয়ে ইউজিসি-র নিয়ম এবং পরামর্শ মানা হচ্ছে কি না, তার তদারকি করা। সম্প্রতি এ সংক্রান্ত তথ্য কমিশনের কাছে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলি। তা খতিয়ে দেখেই জানা গিয়েছে, দেশের তিনটি বিশ্ববিদ্যালয় পিএইচডি-র জন্য নির্ধারিত বিধি এবং ডিগ্রি তুলে দেওয়ার ক্ষেত্রে ‘অ্যাকাডেমিক’ নিয়মাবলির তার কোনও মান্যতা দেয়নি। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিকে এর জন্য কারণ দর্শাতে নির্দেশ দেয় কমিটি। সেই উত্তর সন্তোষজনক না হওয়ায় কমিটির তরফে কমিশনকে জানানো হয়, আগামী পাঁচ বছর এই তিনটি বিশ্ববিদ্যালয় পিএইচডি-র জন্য কোনও পড়ুয়া ভর্তি নিতে পারবে না। উল্লেখ্য, তিনটি বিশ্ববিদ্যালয়ই রাজস্থানের। নাম— ওপিজেএস বিশ্ববিদ্যালয়, সানরাইজ বিশ্ববিদ্যালয় এবং সিঙ্ঘানিয়া বিশ্ববিদ্যালয়।

কমিশন জানিয়েছে, ২০২৫-’২৬ শিক্ষাবর্ষ থেকে ২০২৯–’৩০ শিক্ষাবর্ষ পর্যন্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিতে পিএইচডিতে পড়ুয়া ভর্তি বন্ধ থাকবে। তিনটি বিশ্ববিদ্যালয়কেই ইতিমধ্যে সে কথা জানানো হয়েছে।

এ প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান এম জগদেশ কুমার বলেন, “পিএইচডি-র জন্য বিশ্ববিদ্যালয়গুলির উচ্চ মান বজায় রাখা উচিত। কিন্তু তা মানা না হলে উপযুক্ত ব্যবস্থা নেবে কমিশন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি ছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে উন্নত মান বজায় রাখা হচ্ছে কি না বা বিধি মেনে চলা হচ্ছে কি না, তা-ও খতিয়ে দেখছে কমিশন। সে ক্ষেত্রেও যদি দেখা যায় কোনও অনিয়ম হচ্ছে, তা হলে জরুরি পদক্ষেপ করা হবে। কারণ, বিশ্বের দরবারে ভারতীয় শিক্ষাব্যবস্থার সুনাম যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর ইউজিসি।”

Advertisement
আরও পড়ুন