আইএসিএস। সংগৃহীত ছবি।
যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এর প্রকল্পে গবেষণাধর্মী কাজের সুযোগ। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
গবেষণা প্রকল্পটির কাজ হবে প্রতিষ্ঠানের স্কুল অফ ফিজ়িক্যাল সায়েন্সেসে। যার নাম— ‘ডেভেলপিং মেটিরিয়ালস ফর ম্যাগনেটিক মেমরিজ় ইউজ়িং ম্যাগনেটো-ইলেক্ট্রিক কাপলিং’। এটি কেন্দ্রের পারমাণবিক শক্তি বিভাগ (ডিএই)-র অধীনস্থ বোর্ড অফ রিসার্চ ইন নিউক্লিয়ার সায়েন্সেস (বিআরএনএস)-এর অর্থ সাহায্যে পরিচালিত হবে।
প্রকল্পটিতে নিয়োগ হবে রিসার্চ ফেলো পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তিকে প্রথম দু’বছর মাসে ৩১,০০০ টাকা এবং তৃতীয় বছরে ৩৫,০০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে। এ ছাড়া মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।
আবেদনকারীদের পদার্থবিদ্যা/ মেটিরিয়াল সায়েন্সে এমএসসি-তে ফার্স্ট ক্লাস থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।