তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। সংগৃহীত ছবি।
পূর্ব মেদিনীপুর জেলায় কাজের সুযোগ। কর্মী নিয়োগ করা হবে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে। এই মর্মে ব্যাঙ্কের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেড-৪ পদে কাজের সুযোগ মিলবে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদন জানাতে হবে।
নিয়োগ হবে সাব স্টাফ পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪১। ব্যাঙ্কে ওই কর্মীদের প্রথম দু’বছর অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে। এর পরে এক বছর তাঁদের ‘প্রবেশন’-এ রাখা হবে। সবশেষে, কাজের উপরে নির্ভর করে সংশ্লিষ্ট পদে তাঁদের ‘কনফার্মেশন দেওয়া হবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১৮,৬০০-৩৮,৬০০ টাকা।
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলা ভাষায় লেখা, পড়া এবং কথোপকথনেও পারদর্শিতাও প্রয়োজন।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত নথি জমা দিতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৫০ এবং ২৫০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ২১ জানুয়ারি। এর পরে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ হবে। এই বিষয়ে আরও জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।