Project Associate Jobs

কেন্দ্রীয় অর্থপুষ্ট প্রকল্পে কর্মখালি, গবেষক নিয়োগ করবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি)-র আর্থিক আনুকূল্যে বিশ্ববিদ্যালয়ের জিয়োলজি বিভাগের একটি প্রকল্পে চুক্তির ভিত্তিতে গবেষক নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:২৬
Presidency University.

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ের জিয়োলজি বিভাগের একটি প্রকল্পে গবেষণার কাজের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রকল্পে আর্থিক অনুদান দেবে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি)। শূন্যপদ একটি।

Advertisement

গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই পদে জিয়োলজিতে স্নাতকোত্তর যোগ্যতা আছে, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তকে এক বছরের চুক্তিতে বহাল রাখা হবে। তবে আবেদনকারীর স্নাতক স্তরে রসায়ন বিষয়টি থাকা প্রয়োজন। একই সঙ্গে অর্গানিক জিয়োকেমিক্যাল এক্সট্র্যাকশন, অ্যানালিসিস ও ইন্টারপ্রিটেশনের অভিজ্ঞতা থাকতে হবে।

পারিশ্রমিক হিসাবে নিযুক্তকে প্রতি মাসে ৩৭,২০০ টাকা দেওয়া হবে। প্রকল্পে নিয়োগের পরে কাজ শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।

আবেদনকারীদের ইমেল মারফত আবেদনপত্র এবং অন্যান্য নথি পাঠাতে হবে। ৪ ফেব্রুয়ারি ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। ওই দিন সমস্ত নথি নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকা প্রয়োজন। ইন্টারভিউয়ের সময় বিকেল ৩টে। আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন