ছবি: সংগৃহীত।
বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শাখায় স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা পাবেন ইন্টার্নশিপ করার সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি) নয়ডার তরফে এই প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ৩০ দিন চলবে ক্লাস।
ভিএলএসআই ডিজ়াইন ফ্লো শীর্ষক বিষয়ে ইন্টার্নশিপ করানো হবে। ইন্টিগ্রেটেড সার্কিট ডিজ়াইনের খুঁটিনাটি, ডিজিটাল ডিজ়াইনের কৌশল, টেস্টিং সংক্রান্ত বিষয়ে বিশদ প্রশিক্ষণ মিলবে। একইসঙ্গে ইলেক্ট্রনিক ডিজ়াইন অটোমোশন (ইডিএ) টুলস্যুট ব্যবহারের পদ্ধতি সম্পর্কে হাতেকলমে শেখার সুযোগ রয়েছে।
এই ইন্টার্নশিপটি অনলাইনে করানো হবে। তাই যাঁরা ক্লাস করতে চান, তাঁদের সক্রিয় কম্পিউটার বা ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শাখায় স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণারত রিসার্চ স্কলার এবং অধ্যাপক ও কর্মরত ব্যক্তিরাও প্রশিক্ষণের জন্য আবেদনের সুযোগ পাবেন।
অংশগ্রহণকারীদের প্রতিষ্ঠানের সেন্টার অফ এক্সেলেন্স ইন চিপ ডিজ়াইন এবং এসওসিটিমআপ সেমিকন্ডাক্টর প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স ফি ২,৭০০ টাকা। আগ্রহীদের ‘এনআইইএলআইটি কৌশল সেতু’ অ্যাপ বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। ক্লাস শুরু হবে ৪ ফেব্রুয়ারি।