DIET Kolkata Recruitment

রাজ্যের স্কুলশিক্ষা বিভাগে কর্মখালি, কোন কোন পদে হবে নিয়োগ?

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা আবশ্যক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৫:১৭
DIET Kolkata Job.

ছবি: সংগৃহীত।

রাজ্যের স্কুলশিক্ষা বিভাগে কর্মী নিয়োগ করা হবে। ওই বিভাগের অধীনস্থ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে গেস্ট ফ্যাকাল্টি এবং হস্টেল ওয়ার্ডেন প্রয়োজন। ওই কাজে মোট চার জনকে নিয়োগ করা হবে।

Advertisement

হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, ফাইন আর্টস এবং মিউজ়িক বিভাগের জন্য গেস্ট ফ্যাকাল্টি প্রয়োজন। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

হস্টেল ওয়ার্ডেন পদে মহিলা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। কোনও হস্টেল বা বোর্ডিংয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একইসঙ্গে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) সম্পূর্ণ হতে হবে।

গেস্ট ফ্যাকাল্টি পদে নিযুক্তদের ক্লাস পিছু ৪০০ টাকা করে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। তবে, হস্টেল ওয়ার্ডেন পদে নিযুক্তের পারিশ্রমিক সরকারি নিয়মানুসারে দেওয়া হবে। তাই পারিশ্রমিকের অঙ্ক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। প্রার্থীদের যোগ্যতা যাচাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনকারীদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা আবশ্যক।

আবেদনের নথি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের দফতরের ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৯ জানুয়ারি। ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই এই সংক্রান্ত তথ্যের জন্য ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন