Kolkata Metro Jobs 2024

কলকাতা মেট্রোয় অ্যাপ্রেন্টিস প্রয়োজন, কোন কোন ট্রেডে চলবে প্রশিক্ষণ?

কলকাতা মেট্রো রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে উল্লিখিত বিষয়ে সবিস্তার তথ্য পেশ করা হয়েছে। সংশ্লিষ্ট কাজে ১৫ থেকে ২৪ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৪:৫১
Kolkata Metro.

কলকাতা মেট্রো। ছবি: সংগৃহীত।

কলকাতা মেট্রো রেলে প্রশিক্ষণের সুযোগ। কেন্দ্রীয় সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে নিযুক্তদের নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

শিক্ষানবিশ হিসাবে দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিস্ট, ওয়েল্ডার ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। আবেদনকারীদের উল্লিখিত যোগ্যতা ছাড়াও ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকা প্রয়োজন।

মেধার ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। মোট এক বছরের চুক্তিতে চলবে প্রশিক্ষণ। আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। এর জন্য আলাদা করে ১০০ টাকা আবেদনমূল্য পাঠাতে হবে। তবে প্রশিক্ষণ চলাকালীন কোনও ভাতা দেওয়া হবে কিনা, সেই সম্পর্কে কোনও তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

কলকাতা মেট্রো রেলের রিক্রুটমেন্টের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি ভাল করে দেখে নিন। তাতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদন পাঠাতে বলা হয়েছে। আবেদন ২৩ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মেট্রো রেলের রিক্রুটমেন্টের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন