ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। নিজস্ব চিত্র।
কলকাতায় রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা হবে। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা-র তরফে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে কাজের জন্য ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য এক জনকে বেছে নেওয়া হবে।
সংশ্লিষ্ট কাজের জন্য দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিদের যোগ্যতা যাচাই করা হবে, যাঁদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা রয়েছে। আবেদনকারীদের ল্যাব টেকনিশিয়ান হিসাবে আগে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
নিযুক্তকে প্রতি মাসে ২০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। কাজের জন্য তাঁকে বিভিন্ন এলাকা পরিদর্শনের কাজ করতে হতে পারে, তাই হিন্দির পাশাপাশি, স্থানীয় ভাষায় সাবলীল হওয়াও প্রয়োজন।
এই পদে কাজ করতে আগ্রহীদের ইমেল মারফত শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনে অভিজ্ঞতার শংসাপত্র-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ ডিসেম্বর। এই মর্মে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।