তিন ছেলেমেয়েকে নিয়ে দাম্পত্যের ৩৩ বছর পার করে ফেলেছেন শাহরুখ খান ও গৌরী খান। ছবি: সংগৃহীত।
শাহরুখ খান, নামই যথেষ্ট। আসমুদ্র হিমাচল তো বটেই, ওই নামের টানে রক্তে দোলা লাগে গোটা পৃথিবীর। শাহরুখের অভিনয় নিয়ে যত আলোচনা হয়, ততই আলোচনা হয় তাঁর বুদ্ধিমত্তা নিয়ে। আর কথা হয় তাঁর ধর্ম নিয়ে। বার বার তাঁকে শুধু ধর্মের কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছে, এমন নজির রয়েছে। তিন বার তাঁকে হেনস্থার অভিযোগ উঠেছে বিদেশের বিমানবন্দরে। ফের একবার শাহরুখ ও তাঁর পরিবারকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও তা একেবারে ভিত্তিহীন।
শুধু ছবিতে নয়, ‘খান সাহেবে’র ব্যক্তিগত জীবনও সিনেমার চেয়ে কম নয়। খুব অল্প বয়সে, যখন তিনি নায়ক হয়ে ওঠেননি, তখনই ভালবেসে বিয়ে করে ফেলেছিলেন পঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে গৌরী ছিব্বরকে। সেটা ১৯৯১ সাল। ভিন্ধর্মে বিয়ে, পাত্র জীবনে প্রতিষ্ঠিত নয়— তবু কোথাও কোনও সমস্যা হয়নি। তিন ছেলেমেয়েকে নিয়ে ৩৩ বছর পার করে ফেলেছেন গৌরী-শাহরুখ, একসঙ্গে। খান পরিবারে ইদ যেমন পালিত হয়, একই ভাবে পালিত হয় হোলি থেকে দীপাবলি— সমস্ত উৎসব। শাহরুখ কোনও দিনই নিজের ধর্মের দায় চাপিয়ে দেননি স্ত্রী গৌরীর উপর। তবু প্রশ্ন থামেনি।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ, গৌরী ও তাঁদের বড় ছেলে আরিয়ানকে। প্রেক্ষাপটে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র স্থান মক্কার কাবা মসজিদ। বাবা ও ছেলের পরনে সাদা পোশাক, শাহরুখের মাথায় কোনও এক টুপি। গৌরীর পরনে নীল জারদৌসি কাজের বোরখা, মাথায় ছাই রঙা হিজাব।
ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় গুঞ্জন। তবে কি গৌরীর ধর্মান্তরকরণ করলেন শাহরুখ, তা-ও বিয়ের ৩৩ বছর পর? অনেকেই এর পক্ষে, বিপক্ষে নানা মত দিতে শুরু করেন। কিন্তু ঘটনা হল, ছবিটি নকল। যে প্রোফাইল থেকে ছবিটি ভাগ করে নেওয়া হয়েছে, সেখানে শাহরুখ, গৌরী এবং আরিয়ানকে ইংরিজি নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়েছে। এর সঙ্গেই সেখানে লেখা রয়েছে, ছবিটি কৃত্রিম মেধা নির্মিত। অথচ, অনুরাগীরা সে দিকে খেয়াল রাখেন না।