PhD Admission 2025

ইঞ্জিনিয়ারদের পিএইচডি করার সুযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে, কী ভাবে আবেদন করবেন?

স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পিএইচডি চলাকালীন ফেলোশিপ হিসাবে ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে মিলবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৭:১৬
Homi Bhabha National Institute.

হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

নিউক্লিয়ার সায়েন্স এবং সমতুল্য বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ। হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউটের তরফে একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, নিউক্লিয়ার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিভিন্ন বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ থাকছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনস্থ মোট চারটি কেন্দ্রে এই বিষয়ে ক্লাস করানো হবে।

Advertisement

যে সমস্ত পড়ুয়ারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, মেটালার্জিক্যাল, মেটিরিয়াল সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরাই উল্লিখিত বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ইন্দিরা গান্ধি সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, ইনস্টিটিউট ফর প্লাজ়মা রিসার্চ এবং ভ্যারিয়েবেল সাইক্লোট্রন সেন্টারে ক্লাস করানো হবে। পিএইচডি চলাকালীন প্রতি মাসে ফেলোশিপ বাবদ ৮০ হাজার টাকা এবং অ্যানুয়াল কন্টিনজেন্সি গ্রান্ট হিসাবে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। আবেদনের শেষ দিন ২৬ জানুয়ারি। প্রবেশিকা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আবেদনের শর্তাবলি সম্পর্কে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন