ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কলকাতা শাখায় কর্মখালি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার কেমিক্যাল সায়েন্সেস বিভাগের গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। মোট এক বছরের চুক্তিতে ওই গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
সংশ্লিষ্ট প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি) আর্থিক অনুদান দেবে। জুনিয়র রিসার্চ ফেলোর পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা এবং রিসার্চ অ্যাসোসিয়েটের পারিশ্রমিক হিসাবে ৫৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্য়ক্তিকে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিরা রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। এই পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ডিএসটি-র মাপকাঠি অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
তাই প্রার্থীদের ওই নিয়মাবলি দেখে নিতে হবে।আবেদনকারীদের ইমেল মারফত সমস্ত আনুষঙ্গিক নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১২ জানুয়ারি। বাছাই করা প্রার্থীদের ২১ এবং ২২ জানুয়ারি ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।