AR Rahman birthday

৫৮ বছরে পা রহমানের! লস অ্যাঞ্জেলসে বাড়ি, লন্ডনে স্টুডিয়ো, শিল্পীর সম্পত্তি কত?

তামিলনাড়ুর এক হিন্দু পরিবারে জন্ম শিল্পীর। জন্মের পরে তাঁর নাম রাখা হয় দিলীপ কুমার রাজাগোপালা। মাত্র চার বছর বয়স থেকে পিয়ানো শেখা শুরু করেছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৩:৫৪
Check out AR Rahman’s net worth on his 58th birthday

৫৮ বছরে পা রহমানের। ছবি: সংগৃহীত।

তিন দশক ধরে শ্রোতাদের অসংখ্য গান উপহার দিয়েছেন সুরকার এআর রহমান। আর তার মধ্যে বহু গানের জন্য পুরস্কারও পেয়েছেন তিনি। তাঁর ঝুলিতে অস্কার, গ্র্যামির মতো সম্মানও রয়েছে। এক কথায়, তিনি আন্তর্জাতিক শিল্পী। ৬ জানুয়ারি সেই শিল্পী পা রাখলেন ৫৮ বছরে।

Advertisement

তামিলনাড়ুর এক হিন্দু পরিবারের জন্ম শিল্পীর। জন্মের পরে তাঁর নাম রাখা হয় দিলীপ কুমার রাজাগোপালা। মাত্র চার বছর বয়স থেকে পিয়ানো শেখা শুরু করেছিলেন। বাবাও পেশার কারণে জড়িত ছিলেন চলচ্চিত্র জগতের সঙ্গে। তাই বাবার সঙ্গে স্টুডিয়োতে সহযোগিতাও করতেন। গানের পরিবেশেই বড় হওয়া শিল্পীর। ডিপ্লোমাও করেছিলেন পশ্চিমি সঙ্গীতের উপর। এর পরেই আসে ধর্মান্তর পর্ব। ২৩ বছর বয়সে ধর্ম পরিবর্তন করেন তিনি। নতুন নাম হয় আল্লা রাখা রহমান। পরিবারের অন্য সদস্যেরাও ধর্ম পরিবর্তন করেছিলেন।

এই মুহূর্তে ভারতের পুরুষ সঙ্গীতশিল্পীদের মধ্যে সবচেয়ে ধনী নাকি তিনিই। একের পরে এক সঙ্গীত উপহার দিয়েছেন তিনি অনুরাগীদের। দীর্ঘ দিনের সঙ্গীত জীবনে অসংখ্য সফল কাজ করে তিনি ২১০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী। বলিউড, দক্ষিণের চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে হলিউডে রয়েছে তাঁর অজস্র কাজ।

চেন্নাইয়ে রয়েছে শিল্পীর বিলাসবহুল বাড়ি। সেই বাড়িতে রয়েছে একাধিক শয়নকক্ষ, খাওয়ার ও বসার ঘর। বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থান হল বিনোদনকক্ষ। এই ঘরে গান-বাজনার আয়োজন হয়। লস অ্যাঞ্জেলসেও রয়েছে রহমানের একটি বিলাসবহুল বাড়ি। সেখানে সঙ্গীত সংক্রান্ত একটি বিরাট স্টুডিয়ো তৈরি করেছেন রহমান। এখানে বিভিন্ন গানের রেকর্ডিংও করা হয়। এ ছাড়াও মুম্বই ও লন্ডনে রহমানের নিজস্ব স্টুডিয়ো রয়েছে। রহমানের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও এই স্টুডিয়োয় গানের রেকর্ডিং করেন।

শিল্পীর গাড়ির সংগ্রহও নজরকাড়া। তাঁর সংগ্রহে থাকা গাড়ির কোনওটির দাম ৯৩.৮৭ লক্ষ টাকা, তো কোনওটির ২.৮৬ কোটি, কোনওটি আবার এক কোটির। তবে, ২০২৪-এ ব্যক্তিগত কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন