HCL Recruitment 2024

৯৬টি শূন্যপদে কর্মী নিয়োগ হিন্দুস্তান কপার লিমিটেডের, কারা আবেদন করতে পারবেন?

চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল), ইলেক্ট্রিশিয়ান ‘এ’ এবং মাইনিং মেট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩১,২৮০ টাকা। অন্য দিকে, ইলেক্ট্রিশিয়ান ‘বি’ পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৮,১৫২ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৭:১০
HCL

হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)-এ কাজের সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। সংস্থায় বিভিন্ন পদমর্যাদায় নিয়োগ করা হবে কর্মীদের। রয়েছে বেশ কিছু শূন্যপদ। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল), ইলেক্ট্রিশিয়ান ‘এ’, ইলেক্ট্রিশিয়ান ‘বি’ এবং মাইনিং মেট পদে। মোট শূন্যপদের সংখ্যা ৯৬। সংশ্লিষ্ট পদগুলিতে কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল), ইলেক্ট্রিশিয়ান ‘এ’, ইলেক্ট্রিশিয়ান ‘বি’ পদে কাজের মেয়াদ প্রথমে ছ’মাস। এর পর তা আরও তিন মাস পর্যন্ত বাড়ানো হতে পারে। অন্য দিকে, মাইনিং মেট পদে নিযুক্তদের প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তা বেড়ে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত করা হতে পারে।

সমস্ত পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল), ইলেক্ট্রিশিয়ান ‘এ’ এবং মাইনিং মেট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩১,২৮০ টাকা। অন্য দিকে, ইলেক্ট্রিশিয়ান ‘বি’ পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৮,১৫২ টাকা।

ইলেক্ট্রিশিয়ান ‘এ’ পদে আবেদনের জন্য প্রার্থীদের ইলেক্ট্রিক্যাল লাইন নিয়ে কাজের ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া, সরকারি ইলেক্ট্রিক্যাল ইন্সপেক্টর কর্তৃক প্রদত্ত অয়্যারম্যান পারমিট থাকাও জরুরি।

আগামী ৩০ ডিসেম্বর এবং ১৬ জানুয়ারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু সকাল ১১টা থেকে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন