JU Recruitment 2024

রসায়ন নিয়ে পড়েছেন? কেন্দ্রীয় প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

প্রথম দু’বছরে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৩৭,০০০ টাকা। যা তৃতীয় বছরে বেড়ে হবে ৪২,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৭:০৪
JU

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

গবেষণাধর্মী কাজের সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে একটি কেন্দ্রীয় সংস্থা। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)। প্রকল্পটির নাম— ‘নভেল ক্যাটালিসিস উইথ অ্যাটোমিক্যালি প্রিসাইস ক্লাস্টার অ্যাসেম্বেলড মেটিরিয়ালস’।

প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রকল্পে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য পাঁচ বছর ছাড় থাকবে। প্রথম দু’বছরে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৩৭,০০০ টাকা। যা তৃতীয় বছরে বেড়ে হবে ৪২,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের রসায়নে এমএসসি বা চার বছরের বিএস ডিগ্রিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে নেট/ গেট-এও। এ ছাড়াও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনমূল্য ৫০ টাকা। আগামী ২ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন