IGNOU Admission 2025

ইগনুতে নানা বিষয়ে একাধিক কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু, আবেদনের শেষ দিন কবে?

২০২৫ সালের জানুয়ারি সেশনের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৪
IGNOU

ইগনু। সংগৃহীত ছবি।

বিভিন্ন বিষয়ের মুক্ত এবং দূরশিক্ষা মাধ্যম (ওডিএল) এবং অনলাইন মাধ্যমের কোর্সগুলির জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, পরের বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি সেশনের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। এর জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে। যা ইতিমধ্যেই শুরু করা হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে দু’শোর বেশি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিজি ডিপ্লোমা, ডিপ্লোমা, পিজি সার্টিফিকেট, সার্টিফিকেট, অ্যাপ্রিসিয়েশন/ অ্যাওয়েআরনেস লেভেল কোর্সে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। এর মধ্যে রয়েছে কমার্স, ইনফরমেশন টেকনোলজি, ফরাসি ভাষা, ক্রিয়েটিভ রাইটিং, ডেভেলপমেন্ট কমিউনিকেশন, রুরাল ডেভেলপমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো বিবিধ বিষয়। বিভিন্ন কোর্সে আসনসংখ্যার বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

আগ্রহীদের এর জন্য ignouadmission.samarth.edu.in —ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদনপত্র এবং আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে বেশির ভাগ কোর্সে পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। তবে বাকি কোর্সে ভর্তির জন্য প্রবেশিকার আয়োজন থাকছে। এই বিষয়ে সমস্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিশদ জানা যাবে।

Advertisement
আরও পড়ুন