ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় চাকরির সুযোগ। প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কর্মখালি রয়েছে। শূন্য়পদ একটি।
উল্লিখিত পদে লাইফ সায়েন্সেস শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের লেইসম্যানিয়া কালচার, ম্যামেলিয়ান সেল কালচার নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও মলিকিউলার বায়োলজি বিষয়েও জ্ঞান থাকতে হবে।
নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও তিনি বাড়ি-বাবদ ভাতাও পাবেন। মোট ছ’মাসের চুক্তিতে কাজ হবে, পরে ওই মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহীদের ২১ এপ্রিল সরাসরি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার এজেসি বোস রিসার্চ কমপ্লেক্সে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।