NCSM Kolkata Jobs 2025

পরামর্শদাতা পদে নিয়োগ করবে এনসিএসএম, কী ভাবে আবেদন করবেন?

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস (এনসিএসএম)-এর কলকাতা শাখার কাজের জন্য পরামর্শদাতা নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৪:৩৩
National Council of Science Museums.

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে কর্মী নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবেন, সেই সম্পর্কিত বিশদ তথ্য নিচে দেওয়া হল।

Advertisement

উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তিদের সায়েন্স মিউজ়িয়াম প্রজেক্টস এবং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি। সায়েন্স মিউজ়িয়াম প্রজেক্টস বিভাগে নিযুক্ত ব্যক্তিকে সরকারি দফতরের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। তাঁর কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল বা ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ১৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

তবে বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁর ১১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে নিযুক্ত ব্যক্তিকে কন্ট্রোলার বা ডেপুটি কন্ট্রোলার পদে পূর্বে সরকারি দফতরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উল্লিখিত বিভাগে অবসর গ্রহণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

প্রার্থীদের বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। প্রাথমিক পর্যায়ে ছ’মাসের চুক্তিতে কাজ চলবে, যার মেয়াদ পরবর্তীতে বৃদ্ধি পেতে পারে। নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে ৫৫ হাজার টাকা বেতন হিসাবে পাবেন।

আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩০ এপ্রিল। এই বিষয়ে আরও জেনে নিতে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ওয়েবসাইটটি দেখতে হবে।

Advertisement
আরও পড়ুন