Summer workshop for schools

সুস্থায়ী উন্নয়ন নিয়ে কী ভাবছে স্কুলের ছাত্র-ছাত্রীরা? ভাবনার বাস্তবায়নে বিশেষ উদ্যোগ

স্কুলের ছাত্র-ছাত্রীদের লিখিত প্রস্তাব অনুযায়ী, তাদের বিশেষ কর্মশালায় শামিল করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৫:৪৯
Sustainable Development Goals.

প্রতীকী ছবি।

পরিবেশ বান্ধব এবং সুস্থায়ী উন্নয়ন নিয়ে কী ভাবে খুদে পড়ুয়ারা? তারা কতটা ওয়াকিবহল বিষয়টি নিয়ে? যাচাই করে নিতে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হবে। দি এশিয়াটিক সোস্যাইটি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিফর্ম অ্যান্ড রিসার্চ (আইআইএসআরআর)-এর যৌথ উদ্যোগে বিশেষজ্ঞেরা ৪০টি স্কুলের পড়ুয়াদের নিয়ে এই কর্মশালাটি করাবেন।

Advertisement

আইআইএসআরআর-এর অধিকর্তা অসিতকুমার দাসের কথায়, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় নয়, বরং ছাত্র-ছাত্রীদের নিজস্ব ভাবনা যাচাই করে নিতেই এই কর্মশালাটির আয়োজন করা হচ্ছে। ইউনিসেফ-এর ১৭টি সাস্টেনেবল গোল’স-এর আওতায় পড়ে, এমন বিষয় নিয়ে তারা কী ভাবছে, তা নিয়েই প্রস্তাবনা লিখে পাঠাতে হবে।

কর্মশালায় বিশেষজ্ঞেরা হাতেকলমে ছাত্র-ছাত্রীদের লেখা প্রস্তাবনা কী ভাবে বাস্তবায়িত হতে পারে, তা নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণের জন্য ৪০টি স্কুলের দুজন ছাত্র বা ছাত্রী এবং মেন্টর হিসাবে একজন শিক্ষক বা শিক্ষিকাকে উপস্থিত থাকতে হবে। এদের নাম এবং মনোনয়ন স্কুল কর্তৃপক্ষের তরফে পাঠানো আবশ্যক।

অনলাইনে কিংবা ডাকযোগে এই আবেদন এবং প্রস্তাবনাপত্র পাঠানোর শেষ দিন ১৬ এপ্রিল। কর্মশালাটি ২৯ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা এশিয়াটিক সোস্যাইটির মিউজ়িয়াম এবং লাইব্রেরি পরিদর্শনেরও সুযোগ পাবেন।

Advertisement
আরও পড়ুন