সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। এই মর্মে সদ্যই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের তরফে ওই বিজ্ঞপ্তি পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ একটি।
ওই কাজের জন্য উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের স্নাতকোত্তর স্তরে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এর পাশাপাশি, তাঁদের লেকচারশিপ বিভাগে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (স্টেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট কাজে মোট ৩৬ মাসের চুক্তিতে বহাল থাকতে হবে। ২৮ বছর বয়সি ব্যক্তিদের ওই কাজের জন্য বেছে নেওয়া হবে। পারিশ্রমিক হিসাবে প্রথম দু’বছর ২৫ হাজার টাকা এবং তৃতীয় বছরে ৩০ হাজার টাকা ধার্য করা হয়েছে।
ইমেল মারফত সংশ্লিষ্ট পদের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদনের জন্য জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি জমা দিতে হবে। আবেদন গ্রহণ করা হবে ২৪ জুলাই পর্যন্ত। কবে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।