CBSE Recruitment 2025

সিবিএসই-তে ২১২টি শূন্যপদে কর্মী নিয়োগ, যোগ্যতা যাচাই পরীক্ষার মাধ্যমে

সুপারিন্টেডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৩০ এবং ২৭ বছর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৬:৪৮
CBSE

সিবিএসই। সংগৃহীত ছবি।

কেন্দ্রের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এ কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে বোর্ডের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ডে গ্রুপ ‘বি’ এবং ‘সি’-র দু’টি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। রয়েছে একাধিক শূন্যপদ। এর জন্য আগ্রহীদের থেকে ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এর পরে জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

সিবিএসই-তে নিয়োগ হবে সুপারিন্টেডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ২১২। নিযুক্তদের দেশের বিভিন্ন শহরে বোর্ডের অফিসে পোস্টিং দেওয়া হবে।

সুপারিন্টেডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৩০ এবং ২৭ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বয়সের ছাড় থাকবে। সুপারিন্টেডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে কেন্দ্রের ষষ্ঠ এবং দ্বিতীয় বেতন স্কেল মেনে।

সুপারিন্টেডেন্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কিত জ্ঞান থাকাও জরুরি। একই ভাবে অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

উভয় পদের জন্যই সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্নের উপর অনলাইন পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে।

আগ্রহীদের এর জন্য বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা ছাড়া বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৮০০ টাকা। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন