আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণামূলক কাজের সুযোগ। বুধবার এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পটি একটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট। মূলত সমাজবিজ্ঞানের পড়ুয়ারাই প্রকল্পের কাজের সুযোগ পাবেন। এর জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া।
প্রতিষ্ঠানের হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ফিন্যান্সিয়াল চ্যানেল ইন দ্য রিসোর্স কার্স ফেনোমেনন স্পেশ্যাল ফোকাস অন ব্যাঙ্কিং সেক্টর ডেটা অ্যান্ড বিহেভিয়ারাল ভেরিয়েবেলস ফ্রম ঝাড়খণ্ড’। এর জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)।
প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ হবে দু’মাস। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৬,০০০ টাকা।
আবেদনকারীদের ইকনমিক্স/ অ্যাপ্লায়েড ইকোনমিক্স/ সমাজবিজ্ঞানের অন্যান্য সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে এমফিল বা পিএইচডি রয়েছে, তাঁরাও উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। যাঁদের কথোপকথনে পারদর্শিতা এবং প্রাথমিক স্তরে সার্ভে করার কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। মহিলারা ছাড়া বাকি প্রার্থীদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। আগামী ২২ জানুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।