High Court Job 2024

কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, ইন্টারপ্রেটিং অফিসার পদে নিয়োগ

চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য কাজের সুযোগ। মোট শূন্যপদ রয়েছে আটটি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৭:১৫
কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্ট। ছবি: সংগৃহীত।

কলকাতা হাইকোর্টে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি কোর্টের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

ইন্টারপ্রেটিং অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য রয়েছে কাজের সুযোগ। মোট শূন্যপদ রয়েছে আটটি। হিন্দি এবং বাংলা থেকে ইংরেজিতে ও ইংরেজি থেকে ওই দু’টি ভাষায় অনুবাদ করতে পারেন, এমন চার জনকে নিয়োগ করা হবে। আবার, হিন্দি এবং উর্দু থেকে ইংরেজিতে ও ইংরেজি থেকে ওই দু’টি ভাষায় অনুবাদের জন্য আরও দু’জন ইন্টারপ্রেটিং অফিসার নেওয়া হবে। নেপালি ও বাংলা থেকে ইংরেজিতে এবং ইংরেজি থেকে ওই দু’টি ভাষার ক্ষেত্রে এক জন এবং সাঁওতালি ও বাংলা থেকে ইংরেজিতে এবং ইংরেজি থেকে ওই দু’টি ভাষায় অনুবাদক হিসাবে সংশ্লিষ্ট পদে কাজের সুযোগ রয়েছে। এই কাজে প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৫ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন