BEE Recruitment 2024

ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সিতে কর্মখালি, কী ভাবে আবেদন করবেন?

প্রজেক্ট ইকোনমিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৪:৫৮
Bureau of Energy Efficiency.

ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় স্নাতকোত্তরদের নিয়োগ করা হবে। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন। ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সির তরফে প্রজেক্ট ইকোনমিস্ট হিসাবে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

যোগ্যতা:

অর্থনীতি, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

একই সঙ্গে প্রার্থীদের অন্তত এক বছর রিসার্চ, অ্যাপ্লায়েড ইকোনমিক্স, পলিসি ফরমুলেশন নিয়ে এনার্জি সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বেতন:

নিযুক্তকে ৬০ হাজার টাকা প্রতি মাসে বেতন হিসাবে দেওয়া হবে।

আগ্রহীদের ডাকযোগে নয়াদিল্লির দফতরে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের জীবনপঞ্জি-সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সংশাপত্র ওই আবেদনপত্রের সঙ্গে থাকা প্রয়োজন। আবেদন পাঠানোর শেষ দিন ১ ডিসেম্বর। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আরও পড়ুন
Advertisement