এমস দিল্লি। ছবি: সংগৃহীত।
এমস দিল্লিতে কর্মখালি। সংশ্লিষ্ট সংস্থায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড। মোট ১৭০টি শূন্যপদে নিযুক্তদের কাজ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নার্সিং অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। নার্সিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছে, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও জেনারেল নার্সিং মিডওয়াইফারি-তে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে। তবে, উভয় ক্ষেত্রেই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলে আবেদনকারীদের নাম নার্স বা মিডওয়াইফ হিসাবে নথিভুক্ত থাকা প্রয়োজন।
নিযুক্তদের প্রতি মাসে ২৮,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি ডাকযোগে জমা দিতে হবে।
এই পদের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। যোগ্যতা যাচাইয়ের জন্য নেওয়া হবে ইন্টারভিউ। এর জন্য বাছাই করা প্রার্থীদের ডেকে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।