নিজের স্টলে রচনা বন্দ্যোপাধ্যায়। — নিজস্ব চিত্র।
চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে বৃহস্পতিবার থেকে শুরু হল ‘চুঁচুড়া বিধানসভা উৎসব’। সেখানে শাড়ি এবং প্রসাধনী জিনিসের স্টল দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেই স্টলে কেনাকাটার উপর ১০ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ। বেশি মূল্যে কেনাকাটা করলে বিনামূ্ল্যে মিলতে পারে শাড়িও।
রচনার শাড়ির ব্যবসা রয়েছে। পাশাপাশি প্রসাধন সামগ্রীও তৈরি করে তাঁর সংস্থা। আগামী দিনে স্থায়ী বিপণি করারও পরিকল্পনা রয়েছে তাঁর। এই স্টলে দাঁড়িয়েই মেয়েদের পড়াশোনা করার পাশাপাশি স্বনির্ভর হওয়ার কথা বলেন রচনা। জানালেন, এই কথা বার বার তিনি নিজের অনুষ্ঠান ‘দিদি নম্বর ওয়ান’-এও বলেন।
রচনা জানিয়েছেন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার উৎসবে তাঁকে একটা স্টল দিতে বলেছিলেন। তাই তিনি স্টল দিয়েছেন। এই উৎসব চলবে ১২ দিন। বিক্রিবাট্টা ভাল হবে বলে আশা করছেন সাংসদ। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি রচনার পরা কালো শাড়ির প্রশংসা করেন। তিনি বলেন, ‘‘রচনা এখানে একটা স্টল দিয়েছে। মেয়েরা শাড়ি দেখবে না, এটা তো হতে পারে না।’’