Hiking Vs Trekking

হাঁটতে হয় দুই ক্ষেত্রেই! তবে ‘হাইকিং’ আর ‘ট্রেকিং’-এর মধ্যে তফাত কী?

হাইকিং এবং ট্রেকিং দুই ক্ষেত্রেই দীর্ঘ পথ হাঁটতে হয়। তবে কি বিষয় দু’টি আসলে একই রকম?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২০:৪৩
হাইকিং, ট্রেকিংয়ে তফাত আছে কোনও?

হাইকিং, ট্রেকিংয়ে তফাত আছে কোনও? ছবি: সংগৃহীত।

কেউ বলেন হাইকিংয়ে যাবেন। কেউ ট্রেকিংয়ে। দু’টি শব্দই ভ্রমণের সঙ্গে সম্পর্কিত। দুই ক্ষেত্রেই হাঁটতে হয় পাহাড়ি বা যে কোনও পথে। তা হলে দু’টির মধ্যে তফাত কোথায়? পার্থক্য কি শুধু নামেই?

Advertisement

বিষয়টি কিন্তু মোটেও তাই নয়। বরং হাইকিং এবং ট্রেকিংয়ে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে।

হাইকিং এবং ট্রেকিংয়ে তফাত কী?

হাইকিং হয় পথ ধরে। সেই পথ বাঁধানো হতেও পারে না-ও পারে। তাতে চড়াই-উৎরাই থাকলেও বিপদ সংকুল হয় না সাধারণত। বলা চলে লম্বা রাস্তা ধরে দূরে কোথাও যাওয়াই হল হাইকিং। এক দিন অথবা একাধিক দিনের হাইকিং হতে পারে। পুরোটাই নির্ভর করে গন্তব্যের উপর। সেই দূরত্ব কী ভাবে, কত দিনে পার করা হবে, তার পরিকল্পনা অনুযায়ী। হিমালয়, সহ্যাদি পর্বত শহর ভারতজুড়েই একাধিক হাইকিংয়ের জায়গা রয়েছে।

তবে ট্রেকিংয়ে যে শুধু পথ থাকবে, এমনটা নয়। সেখানে ছোটখাটো পাহাড় পার হতে পারে, বিপদসংকুল নদী, গিরিখাত সবটাই পড়তে পারে। সহজ-কঠিনের বিচারে সাধারণত ট্রেকিং-হাইকিংয়ের চেয়ে কঠিনই হয়।

রাস্তা: হাইকিংয়ের ক্ষেত্রে পথ অপেক্ষাকৃত সহজ হয়। কোথা থেকে কোথায় যেতে হবে, দিক নির্দেশ থাকে। অন্য দিকে, ট্রেকিংয়ের বিভিন্ন ভাগ থাকে। সহজ থেকে মধ্যম, মধ্যম থেকে কঠিন, কঠিন এ ভাবে বিভিন্ন ধরনের ট্রেকিং চিহ্নিত করা হয়। যেমন দায়রা বুগিয়াল, দেওরিতাল-চন্দ্রশিলা সহজ থেকে মধ্যম, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ভৃগু লেক এগুলি মধ্যম মানের ট্রেকিংয়ের পর্যায়ে পড়ে। নাফরান ভ্যালিকে মাঝারি থেকে কঠিন ট্রেকিংয়ের তালিকায় ধরা হয়।

সরঞ্জাম: সহজ হাইকিংয়ের জন্য ভাল জুতো, মরসুম অনুযায়ী পোশাক, ওষুধ, ছোটখাটো জরুরি কয়েকটি জিনিস থাকলেই চলে। তবে ক্ষেত্র বিশেষে ট্রেকিংয়ের সরঞ্জাম অনেকটাই বেশি হয় এবং বিভিন্ন ধরনের হয়। যাত্রাপথ, সময়, কাঠিন্যের উপর সেগুলি নির্ভর করে। যদি বিপদসংকুল রাস্তা, খাড়া পাহাড়ি পথ চড়ার দরকার হয়, সেই মতো জুতো জরুরি। হাইকিং-ট্রেকিংয়ের জুতোও আলাদা হয়। ট্রেকিংয়ের ক্ষেত্রে দড়ি, ছুরি, জুতোর নীচের কাঁটা-সহ আরও অনেক সরঞ্জামের প্রয়োজন পড়তে পারে।

প্রস্তুতি: হাইকিং এবং ট্রেকিংয়ের প্রস্তুতিও আলাদা হয়। বাঁধানো পথে হেঁটেই যদি ট্রেকিং সম্পূর্ণ হয়, তা হলে আলাদা প্রস্তুতির দরকার হয় না। যাত্রাপথ লম্বা হলে নিয়মিত হাঁটাহাটি, জগিংয়ের অভ্যাসেই কাজ হয়। তবে মধ্যম থেকে কঠিন ট্রেকে প্রস্তুতি প্রয়োজন, হাঁটা, শরীরচর্চা, ফুসফুসের ব্যায়াম এগুলি নিয়মিত করলে উঁচু পাহাড়ে চট করে দম ফুরিয়ে যায় না।

Advertisement
আরও পড়ুন