Central Govt Job Vacancy

৫০০-র বেশি শূন্যপদে কর্মী প্রয়োজন ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে

নিযুক্তদের প্রথমে এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে মিলবে পারিশ্রমিকও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৬:৫১
NALCO.

প্রতীকী চিত্র।

কেন্দ্র অধীনস্থ সংস্থায় প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষণ শেষে বিজ্ঞান শাখায় স্নাতক এবং দশম ও দ্বাদশ উত্তীর্ণদের ওই সংস্থায় নিয়োগ করা হবে। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (ন্যালকো)-এ সুপারিন্টেন্ডেন্ট, ফার্মাসিস্ট, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ড্রেসার হিসাবে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিষয়ে সবিস্তার তথ্য জানানো হয়েছে। মোট শূন্যপদ ৫১৮।

Advertisement

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, উল্লিখিত পদে রসায়নে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ছাড়াও, দশম বা দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরাও উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকা প্রয়োজন। মোট এক বছরের জন্য তাঁদের বিভিন্ন বিভাগে কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

সুপারিন্টেন্ডেন্ট পদে আবেদনকারীদের বয়স ২৮ এবং অন্যান্য পদের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১২,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে উল্লিখিত পদে নিযুক্তদের জন্য ১৫,০০০ টাকা থেকে ৭৭,০০০ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীদের ১০০ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, পরিচয়পত্র-সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথি এবং একটি ছবি জমা দেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন